Saturday, November 24, 2012

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আবারও বেপরোয়া হয়ে উঠেছে বখাটের দল। জেলা সদর থেকে শুরু করে প্রত্যন- এলাকায় বখাটেদের উৎপাতে মানুষ অতিষ্ট হয়ে উঠছে। বিভিন্ন স'ানে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষনিক এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস'া গ্রহণ করেও দমানো যাচ্ছে না। বখাটেরা স্কুল, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে থেকে যুবতি মহিলা ও ছাত্রীদের হয়রানী করছে। হবিগঞ্জ শহরের মহিলা কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্পটে বখাটেরা উৎপেতে থাকে। এরা স্কুল, কলেজগামী ছাত্রীদের পিছু নিয়ে উত্যেক্ত করে থাকে। কখনও মোবাইল ফোনে গান বাজিয়ে অথবা ছবি তুলে হয়রানীর চেষ্টা চালায়। শুধু হবিগঞ্জ শহর নয় বিভিন্ন গ্রাম গঞ্জেও এদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামে বখাটে যুবকের যৌন হয়রানীর প্রতিবাদ করায় এক যুবতিকে প্রহার করা হয়েছে। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নর্জাকান্দা গ্রামে ছবি তোলার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রীকে প্রহার করেছে বখাটে ও তার স্বজনরা। আহত যুবতি ও স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে কালাইনজুড়া গ্রামের আব্দুল লতিফের কন্যা রাফেলা বেগম (১৯) পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের কালো মিয়ার বখাটে পুত্র আলম মিয়া (২৫) তার ওড়না ধরে যৌন হয়রানীর চেষ্টা চালায়। তার আর্ত চিৎকারে উভয় পক্ষের লোকজন এগিয়ে আসে। এতে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই বখাটে ও তার সহযোগীরা রাফেলাকে প্রহার করে। আহত অবস'ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নর্জাকান্দা গ্রামের অলফত মিয়ার কন্যা কল্পনা আক্তারকে প্রহার করেছে বখাটে ইলিয়াছ আলী (২৩) ও তার সহযোগীরা। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় স্কুল থেকে বাড়ি আসার পথে প্রতিবেশী বখাটে ইলিয়াছ আলী কল্পনাকে রাস-ায় দাড় করিয়ে মোবাইল ফোনে তার ছবি তুলে। এর প্রতিবাদ করলে ওই বখাটে ও তার লোকজন কল্পনাকে মারধোর করে। আহত অবস'ায় ওই স্কুল ছাত্রীকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কল্পনার পিতা এ বিষয়টি স'ানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছে। সমপ্রতি আজমিরীগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স'ানে বখাটেরা সক্রিয় হয়ে উঠেছে। আজমিরীগঞ্জ সদরের ৮টি স্পটে চলছে এদের উৎপাত। এসব স্পটে বখাটেরা মোবাইল ফোন নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দাড়িয়ে থাকে। মোবাইল ফোনে ছবি তুলে বা গান বাজিয়ে বখাটেরা ছাত্রীদের উত্যেক্ত করে। এর মধ্য উল্লেখযোগ্য স্পট হলো আজমিরীগঞ্জ সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক, পোষ্ট অফিস সড়ক, আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন সড়ক, রামকৃষ্ণ মিশন রোড, জগৎজ্যোতি সড়ক, নগর রাস-া ও এবিসি পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক। উল্লেখিত স্পট গুলোতে প্রতিদিনই বখাটেরা আড্ডা জমায়।

No comments:

Post a Comment