Thursday, November 1, 2012

পুলিশ নাকি অভিনেতা’? কাকাইলছেওয়ে চা-স্টলে পুলিশের অভিযান ॥ জব্দকৃত মালামাল ফেরত ---সাংবাদিক আবুল খায়ের মাহদি ছবি তুলতে গেলে ইনচার্জ সাংবাদিকের উপর বেঁকে বসেন

স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ নিউজ ২৪ডট কম

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারের বিভিন্ন চায়ের স্টলে অবৈধ সিডি-ভিসিডির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমান সিডি ভিসিডি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও পুলিশের অভিযানের ছবি তুলতে গেলে স'ানীয় সাংবাদিকদের প্রতি বেঁকে বসেন কাকাইলছেও নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস'ফা। প্রত্যেক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কাকাইলছেও বাজারের বিভিন্ন চা-স্টলের অবৈধ সিডি-ভিসিডির অশ্লিল ছবি প্রদর্শণ চলাকালে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কয়েকজন কনস্টেবলকে নিয়ে অভিযান চালান। পরে টিভি-ভিসিডি জব্দ করে ঠেলাগাড়িতে তোলা হয়। তখন স'ানীয় সাংবাদিক আবুল খায়ের মাহদি ছবি তুলতে গেলে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাংবাদিকের উপর বেঁকে বসেন। তিনি সাংবাদিককে বলেন ছবি মুছে ফেলার জন্য। এক পর্যায়ে ইনচার্জ জব্দকৃত সিডি-ভিসিডি চা-স্টলগুলোতে ফিরিয়ে দেন। তাৎক্ষনিকভাবে এলাকায় আলোচনার ঝড় উঠে। এদিকে গতকাল সকাল থেকেই কাকাইলছেও ফাঁড়ির ইনচার্জ চোখে রঙ্গিন চশমা ব্যবহার না করে কপালে অভিনেতার মত চশমাটি ঝুলিয়ে রেখে বাজারে মহড়া দেয়ায় সচেতন মহলে প্রশ্ন দেখা দেয়। অনেকেই রসিকতা করে বলেন, ‘উনি পুলিশ নাকি অভিনেতা’?

বাংলাদেশ সময় ৩:০০ ১নভম্বর ২০১২
সম্পাদনা শিহাব আল মাহমুদ

No comments:

Post a Comment