Wednesday, November 21, 2012

আজমিরীগঞ্জে শীত মৌসুমে লেপ-তুষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধোনকররা

জুনাইদ আলহাবিব
আজমিরীগঞ্জ থেকে:শীতের তীব্রতা বাড়তে না বাড়তেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ধোনকরগণ। গত ১৫ দিন ধরেই  শীতের আগমনী বার্তা লক্ষ্য করা যাচ্ছে। দিনে রোদের তাপ থাকলেও পরন্ত বিকেল থেকেই হিমেল বাতাস ও হালকা কুয়াশায় এবং ভোরে শিশির ভেজা ঘাস জানিয়ে দেয় শীত আগমন। অন্য বছরের তুলনায় এবার একটু আগেই শীত নেমে পড়েছে। শীতের খুশিতে ব্যস্ত  হয়ে পড়ছেন তুলা ব্যবসায়ি ও ধোনকরগণ। সেই সাথে গরম কাপড়ের গার্মেন্স ব্যবসায়িগণ। শীতের আগমনে এসব দোকান গুলোতে দোকান মালিকগণ অধিক পুজি নিয়ে ব্যবসায় নামছেন বলে জানা যায়। আজমিরীগঞ্জ উপজেলা সদরসহ ভাটি এলাকার বিভিন্ন হাট-বাজারের ধোনকর ও তুলা ব্যবসায়িগণ লেপ, তুষক ও জাঝিম বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন। অনেককেই বিভিন্ন জায়গা থেকে তুলা এনে গোদামজাত করতে দেখা যাচেছ। এদিকে, কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের ধোনকর মস্তুু মিয়ার সাথে আলাপকালে তিনি জানান, ৫০ বছর ধরে এ পেশায় কাজ করে জীবিকা র্অজন করে যাচ্ছি। আগের চেয়ে এখন লেপ-তুষক বানাতে আগ্রহ নেই অনেকেরই। তবে বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, প্রচন্ড শীত মোকাবেলার জন্য অনেকেই নিজেদের পছন্দ মত লেপ-তুষকের অর্ডার দিচ্ছেন। আর এ সুযোগে ধোনকরগণ ভাল মুনাফার আশায় দিন রাত পরিশ্রম করে যাচেছন।

No comments:

Post a Comment