Saturday, November 24, 2012

আজমিরীগঞ্জের যুবকের সিলেটে রহস্যজনক মৃত্যু ॥ আত্মহত্যা না পরকীয়ার বলী?

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
 সিলেট শহরতলীতে আজমিরীগঞ্জের বাসিন্দা শামছুজ্জামান (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটে ঘরের তীরে ঝুলন- অবস'ায় তার লাশ উদ্ধার করা হয়। তবে সে আত্মহত্যা করেছে না কি পরকীয়া প্রেমেরবলী হয়েছে এ নিয়ে চলছে আলোচনা ঝড়। গতকাল শুক্রবার সিলেট থেকে তার লাশ আজমিরীগঞ্জে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে। আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের গুল্লু মিয়ার পুত্র শামছুজ্জামান দীর্ঘ ১০ বছর ধরে সিলেট শহরে হোটেল বয়ের কাজ করে আসছে। ময়মনসিংহের এক যুবতিকে বিয়ে করে সিলেট শহরতলীতে বসবাস করছে সে। গত বৃহস্পতিবার শামছুজ্জামান মোবাইল ফোনে তার পিতাকে জানায় সে অসুস'্য। তাকে সিলেট থেকে নিয়ে যেতে অনুরোধ করে। ওই দিনই সকাল ১১টায় ঘরের তীরে রশি দিয়ে ঝুলন- অবস'ায় তার লাশ পাওয়া যায়। তবে তার পা দুইটি মাটির সাথে লাগানো ছিল। এছাড়াও তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্ত্রী ও শাশুড়ী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন- শেষে গতকাল শুক্রবার তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে আসে। তবে শামছুজ্জামানের স্ত্রী লাশের সাথে গ্রামের বাড়িতে আসেনি। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে।

No comments:

Post a Comment