মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর যুব তাফছির কমিটির উদ্যোগে আগামীকাল রোববার থেকে মাধবপুর স্টেডিয়ামে ৭ দিনব্যাপি ২২তম পবিত্র তাফছির মাহফিল শুরু হচ্ছে। তাফছির মাহফিলকে ঘিরে মাধবপুরের যুব সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মাহফিলে বয়ান করার জন্য আলহাজ্ব মাওলানা হাফেজ তাফাজ্জল হক, আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ ওমর ফারুক, আলহাজ্ব মাওলানা মুফতি রাশেদুর রহমান ফারুক, আলহাজ্ব মাওলানা জুনায়েত আল হাবিব, আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান সিরাজী, আলহাজ্ব মাওলানা উবাইদুর রহমান নদভী, আলহাজ্ব মাওলানা ড. মুহাম্মদ খলিদুর রহমান আযহারী, আলহাজ্ব মাওলানা নোমান হাবিবী, আলহাজ্ব মাওলানা নুরুল করীম বেলালীসহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদের দাওয়াত করা হয়েছে।
মাধবপুর যুব তাফছির কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি সাংবাদিকদের বলেন, আল্লাহর অসীম রহমতে যুব তাফছির কমিটি সকলের সহযোগিতা নিয়ে ২১ বছর যাবত তাফছির মাহফিল করে আসছে। আশা করি আল্লাহর রহমতে এবারও সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে।
মাধবপুর যুব তাফছির কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি সাংবাদিকদের বলেন, আল্লাহর অসীম রহমতে যুব তাফছির কমিটি সকলের সহযোগিতা নিয়ে ২১ বছর যাবত তাফছির মাহফিল করে আসছে। আশা করি আল্লাহর রহমতে এবারও সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে।
No comments:
Post a Comment