আজমিরীগঞ্জে ছোট বোনের অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ওই উপজেলার কাকাইলছেও গাজীপুর গ্রামে সিরাজুল ইসলামের ছেলে সগীর আহমদ (২৫) গত বৃহস্পতিবার নেশাগ্রস' হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ ব্যাপারে তার ছোটবোন আয়েশা আক্তার আশা বাদী হয়ে ওইদিনই সন্ধ্যায় কাকাইলছেও নৌ-পুলিশ ফাড়িতে অভিযোগ করলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মসে-াফা রাতেই সগীরকে গ্রেফতার করে।
No comments:
Post a Comment