Friday, November 2, 2012

কাকাইলছেওয়ে বোনের অভিযোগে ভাই গ্রেফতার

মোঃ কুহিন, আজমিরীগঞ্জ ॥
আজমিরীগঞ্জে ছোট বোনের অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়,  ওই উপজেলার কাকাইলছেও গাজীপুর গ্রামে সিরাজুল ইসলামের ছেলে সগীর আহমদ (২৫) গত বৃহস্পতিবার নেশাগ্রস' হয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ব্যাপারে তার ছোটবোন আয়েশা আক্তার আশা বাদী হয়ে ওইদিনই সন্ধ্যায় কাকাইলছেও নৌ-পুলিশ ফাড়িতে অভিযোগ করলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মসে-াফা রাতেই সগীরকে গ্রেফতার করে।

No comments:

Post a Comment