স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ ডটকমহবিগঞ্জ পৌর এলাকার হিয়ালা বাসস্ট্যান্ড, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং ও বানিয়াচং উপজেলার বোরাক খাল এলাকা থেকে ৩টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি, ৭টি ককটেল ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়- গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় হিয়ালা বাস্ট্যান্ডের জনৈক নজরুল ইসলামের চায়ের দোকানের পিছন থেকে পরিত্যক্ত অবস'ায় দেশে তৈরী ২টি ওয়ান শুটার গান ও ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপসি'তি টের পেয়ে কে বা কারা এগুলো রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল হবিগঞ্জ সদর থানায় হস-ান-র করা হয়েছে।
এদিকে, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অপর এক অভিযানে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলার রামগঞ্জ সাকীনস' বোরাকখালের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস'ায় ৪ রাউন্ড গুলিসহ একটি (দেশী) ওয়ান শুটার গান উদ্ধার করে। র্যাবের উপসি'তি টের পেয়ে কে বা কারা অস্ত্র ও গুলি রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বানিয়াচং থানায় হস-ান-র করা হয়েছে।
লস্করপুরে র্যাব কর্তৃক ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গতকাল শনিবার সকালে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সূত্র জানায়- র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস'ায় ৭৫ হাজার টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। র্যাবের উপসি'তি টের পেয়ে ফেনসিডিল রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য হবিগঞ্জ মডেল থানায় হস-ান-র করা হয়েছে।
No comments:
Post a Comment