Saturday, November 10, 2012

হবিগঞ্জে র‌্যাব-৯ এর বিশেষ অভিযান ৩টি ওয়ান শুটার গান ৪ রাউন্ড গুলি ৭টি ককটেল ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ ডটকমহবিগঞ্জ পৌর এলাকার হিয়ালা বাসস্ট্যান্ড, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং বানিয়াচং উপজেলার বোরাক খাল এলাকা থেকে ৩টি ওয়ান শুটার গান, রাউন্ড গুলি, ৭টি ককটেল ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব- শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব সূত্র জানায়- গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় হিয়ালা বাস্ট্যান্ডের জনৈক নজরুল ইসলামের চায়ের দোকানের পিছন থেকে পরিত্যক্ত অবস'ায় দেশে তৈরী ২টি ওয়ান শুটার গান ৭টি ককটেল উদ্ধার করা হয়। সময় র‌্যাবের উপসি'তি টের পেয়ে কে বা কারা  এগুলো রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ককটেল হবিগঞ্জ সদর থানায় হস-ান- করা হয়েছে।
এদিকে, র‌্যাব- শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অপর এক অভিযানে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বানিয়াচং উপজেলার রামগঞ্জ সাকীনস' বোরাকখালের পশ্চিম পাশ থেকে পরিত্যক্ত অবস'ায় রাউন্ড গুলিসহ একটি (দেশী) ওয়ান শুটার গান উদ্ধার করে। র‌্যাবের উপসি'তি টের পেয়ে কে বা কারা অস্ত্র গুলি রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র গুলি বানিয়াচং থানায় হস-ান- করা হয়েছে।
লস্করপুরে র‌্যাব কর্তৃক ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে র‌্যাব- শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গতকাল শনিবার সকালে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সূত্র জানায়- র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা মিনিটে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। সময় পরিত্যক্ত অবস'ায় ৭৫ হাজার টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। র‌্যাবের উপসি'তি টের পেয়ে ফেনসিডিল রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য হবিগঞ্জ মডেল থানায় হস-ান- করা হয়েছে।

No comments:

Post a Comment