Wednesday, November 21, 2012

আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক গোলাম ফারুকের মায়ের ইন্তেকাল----মেয়র জি কে গউছ ও ডাঃ জীবনের শোক

স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও বিএনপি আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুকের মা মোছাঃ সমরুন্নেছা (৭৫) গতকাল ভোরবেলা সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ২টায় আজিমনগর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
বিএনপি নেতা গোলাম ফারুকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

No comments:

Post a Comment