আমাদের আজমিরীগঞ্জ২৪ ডটকম
আজমিরীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রাস-ার সলিংয়ের ইট গায়েব হয়ে যাচ্ছে। রাস-ার ইট গায়েব হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানা-খন্দ। এতে জনচলাচলে মারাত্বক বিঘ্ন ঘটছে। পৌরসভার নগর গ্রামে এক পাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াতে রয়েছে ৭টি রাস-া। এসব রাস-ার উন্নয়নে বিভিন্ন সময় সরকারী অর্থে সলিং করা হয়। কিন' সমপ্রতি কতিপয় অসাধু লোক রাস-ার ইট তুলে নিয়ে যাচ্ছে। জানা গেছে রাস-ার আশপাশের বাড়ির কতিপয় মহিলা এসব ইট তুলে নিয়ে সাংসারিক কাজে ব্যবহার করছে। এতে খানা-খন্দে বৃষ্টির পানি জমে জনচলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।
No comments:
Post a Comment