আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ বাজারে এক নিরীহ ব্যবসায়ীর দোকান ভিট দখল করে নিয়েছে যুবলীগ নেতা নামধারী এক প্রভাবশালী ব্যক্তি। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ জামান আলীর নেতৃত্বে স'ানীয় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওবায়ের মিয়া ও সাবেক সহ-সভাপতি রহিবুল রহমান খানসহ একদল প্রভাবশালী লোক আজমিরীগঞ্জ চর বাজারের ড়্গুদ্র ব্যবসায়ী নিরীহ রিপন কুরির দোকান ভিট জোর পূর্বক দখল করে নেয়। এব্যাপারে আজমিরীগঞ্জ থানায় যুবলীগ নেতা ওবায়ের মিয়াসহ বেশ কয়েকজনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায় রিপন কুরি গত ১২ বছর যাবত আজমিরীগঞ্জ চর বাজারে মাটি ভরাট করে সরকারের কাছ থেকে খাস ভিট লাইন্সেস বন্ধোবসত্ম এনে ব্যবসা বানিজ্য করে আসছে। এই জায়গার উপরে কুদৃষ্টি পড়ে জামান আলীসহ ওই প্রভাবশালী মহলের। আজমিরীগঞ্জ থানার এসআই সাজ্জাদুর রহমান ঘটনা স'ল পরির্দশন করেছেন।
No comments:
Post a Comment