Thursday, November 22, 2012

আজমিরীঞ্জ শিবপশায় কৃষানী সমাবেশ.

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম

গতকাল সকালে আজমিরীঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে সিএসআরএল, গ্রো, অক্সফাম এর সহযোগিতায় ও এনজিও আবাসের আয়োজনে এক কৃষানী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান তফছির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিসেস হেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ নজমুল হাসান ও এসেড এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। সভা সঞ্চালনা করেন আবাস চেয়ারম্যান শাহ মোঃ বাহাউদ্দিন সেলিম। প্রধান অতিথি কৃষানীদের শ্রমের স্বীকৃতি হিসেবে কৃষানী কার্ড প্রদানের দাবি জানান

No comments:

Post a Comment