আমাদের আজমিরীগঞ্জ ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলা সদরের খাদ্য গুদামের কোর্য়াটার বহিরাগতদের ভাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ খাদ্য গুদামে কর্মরত কর্মকর্তা ও র্কমচারীদের জন্য ৪টি কোয়ার্টার রয়েছে। খাদ্য গুদাম কর্মকর্তা মাহাবুর রহমান চৌধুরী র্দীঘদিন ধরে বিভিন্ন কোম্পানির মোট ১০জনের নিকট ও উল্লেখিত র্কোয়াটার ভাড়া দিয়ে জনপ্রতি প্রতিমাসে ৫শ টাকা করে ভাড়া আদায় করছেন। এর মধ্যে সৌরবিদ্যুতের মাঠ পর্যায়ের প্রতিনিধি রয়েছেন। খাদ্য গুদাম এলাকা সংরক্ষিত থাকা স্বত্ত্বেও রহস্যনক কারণে বহিরাগতদের ভাড়া দিয়ে নিজের পকেট ভারি করছেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খাদ্য গুদাম এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, খাদ্যগুদামের গেইটে একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে। এতে লিখা রয়েছে, ‘খাদ্য গুদাম সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। কিন' গেইট খোলা থাকার কারণে বহিরাদের আনাগুনা লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে মাহাবুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।
No comments:
Post a Comment