উমর ফারুক শাবুল ॥
বানিয়াচংয়ে আই আর আই ডিপি প্রকল্পের আওতায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জ রাস-া থেকে কাটখাল ঈদগাহ পর্যন- রাস-া উন্নয়ন ও খাগাউড়া বাজার থেকে সারংপুর গ্রামের রাস-া উন্নয়নের দুইটি প্রকল্পের কাজের ভিত্তি প্রস-র স'াপন করেছেন এমপি আলহাজ্ব আব্দুল মজিদ খান। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৪টায় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজার ও খাগাউড়া ইসলামীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পৃথক জনসভায় এমপি মজিদ খান প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, পুকড়া ও খাগাউড়া ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ইউনিয়নের জনগণ আমাকে যেভাবে সম্মান করে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমিও সেই সম্মানের সঙ্গে আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে সম্মান করতে চাই। তিনি বলেন, আমার জন্ম এই ইউনিয়নেই। আমার পিতাও ছিলেন একজন কৃষক, আমি সংসদে গিয়ে কৃষকদের পক্ষেই কথা বলেছি। এ জন্যই ২শ’ কোটি টাকা ব্যায়ে হাওর উন্নয়ন প্রজেক্টে বানিয়াচং-আজমিরীগঞ্জকে অন-র্ভূক্ত করা হয়েছে এবং ২০১৯ সালের মধ্যে সেই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাস-বায়ন হবে। অচিরেই টেন্ডার কার্যক্রমসহ যাবতীয় কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী তরুন ব্যানার্জি, ঠিকাদার উজ্জল মিয়া।
No comments:
Post a Comment