Wednesday, November 14, 2012

আজমিরীগঞ্জের মালবাহী নৌকা মেঘনা নদীতে সশস্ত্র ডাকাতদের কবলে

জুনাইদ আল হাবিব:

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ের পারভেজ পরিবহন নামে এক মালবাহী নৌকা মেঘনা নদীতে ডাকাতদের কবলে পড়ে নৌকার মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়েছে বলে জানা যায়। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভৈবর বাজারের নৌ-ঘাট থেকে আজমিরীগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে পারভেজ পরিবহন নৌকাটি পানিশ্বর গ্রামের কাকুলী ইটভাট্টার সন্নিকটের মেঘনা নদীতে ১৫/২০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদলের কবলে পড়লে ডাকাতরা রামদা দিয়ে এলোপাতারি আঘাত করে। এবং মাঝিকে বেধরক মারধোর করে অস্ত্রের মুখে জিম্মি করে কাকাইলছেও-আজমিরীগঞ্জ ব্যবসায়ীদের দেড় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এদের মধ্যে কাকাইলছেও বাজারের মুদি ব্যবসায়ী মনুজ রায়ের ৫০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী বিকাশ রায়ের ১০ হাজার টাকা, কনদর্প রায়ের ৫ হাজার টাকা এবং আজমিরীগঞ্জ বাজারের সামছু মিয়ার ৫০ হাজার টাকার মালামাল লুট হওয়ার খবর পাওয়া গেছে। তবে রাত সাড়ে ৯টায় ডাকাত কবলিত নৌকাটি কাকাইলছেও বাজারের নৌ-ঘাটে আসার বাজার ব্যবসায়ীদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌকা থেকে কত লাখ টাকার মালামল লুট হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।   

No comments:

Post a Comment