হবিগঞ্জ: --
আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদের প্রাণনাশের হুমকিদাতা জেলা শিবির সভাপতি খলিলুর রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা ছাত্রলীগ।এ দাবিতে মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।দুপুর বেলা সাড়ে ১২টায় টাউন হল সড়ক এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিস্ট্যান্ড মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।জেলা ছাত্রলীগ সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ সহসভাপতি আমিরুল ইসলাম আলম, নুরুল হক কবির, যুগ্ম সম্পাদক মাহবুব সাদিক উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলাম, সায়েদুর রহমান, প্রচার সম্পাদক মহিবুল ইসলাম মাহি, পাঠাগার সম্পাদক পাবেল খান চৌধুরী, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, সদস্য ফয়ছল চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা শিবির সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করতে হবে। অন্যথায় ছাত্রলীগের সব নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”উল্লেখ্য, ৯ নভেম্বর রাতে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ২ শিবির কর্মীকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় জেলা ছাত্র শিবির সভাপতি খলিলুর রহমান জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন। এ অভিযোগ এনে মোস্তফা কামাল আজাদ রাসেল থানায় একটি অভিযোগ দেন।
No comments:
Post a Comment