Wednesday, November 14, 2012

আজমিরীগঞ্জ বাজারে অতিথি পাখি বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করেছেন।

সঞ্জীব রায় চক্রবর্তী
আজমিরীগঞ্জ বাজারে অতিথি পাখি বিক্রি করার দায়ে সিকান্দর মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড প্রদান করেছেন। সে আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ৫/৬ জনের একটি সিন্ডিকেট করে অতিথি পাখি প্রকাশ্যে বিক্রি করে আসছিল। গতকাল বুধবার সকাল ১০টায় বাজারের ভূইয়া মার্কেট থেকে ১১টি লেঞ্জা পাখিসহ দারোগা সাজ্জাত হোসেন তাকে আটক করেন। এরপর সন্ধ্যায় ওই পাখি বিক্রেতাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাকে দোষী সাব্যস' করে ১ হাজার টাকা জরিমানা করেন।

No comments:

Post a Comment