Tuesday, November 20, 2012

বাংলাদেশ আজ বিশ্বে দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে পরিচিত ॥ হবিগঞ্জ পৌরসভা মাঠে চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে দুর্নীতিগ্রস্থ দেশ হিসেবে পরিচিত। যে আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজও বাস্তবায়িত হয়নি। জাতীয় সংসদের ৯৭ ভাগ সদস্যকে জারিপে নীতিহীন বলা হয়েছে। আমাদেরকে এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। তিনি বলেন দেশে এখন তিনটি রাজনৈতিক দল রয়েছে। বিএনপি, আওয়ামীলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। অপরাপর ইসলামী দলগুলো ১৪ দল বা ১৮ দলীয় জোটভূক্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যা আল্লাহ ও নবী (সঃ) এর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। টিপাইমূখ বাধ নির্মাণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ভারতের এ কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়।
চরমোনাই পীর গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সন্ত্রাস, দুর্নীতি ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতি বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা সভাপতি মহিবউদ্দিন আহমেদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মুফতি হেমায়েতুল্লাহ, মাহবুবুল আলম সোহেল, মাওলানা মুফতি তাজুল ইসলাম, আতাউর রহমান আরেফি প্রমূখ। সভা পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুল হুদা।
চরমোনাই পীর আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৯০ ভাগ মুসলমান। সমাজতন্ত্র পুজিবাদ ও ধর্মনিরপেক্ষতায় মুক্তি আসবে না। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। আগামী তিন মাসের মধ্যে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন করে এ দলকে শক্তিশালী করার আহবান জানান তিনি। সমাবেশে জেলার ৮টি উপজেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment