আজমিরীগঞ্জ :-
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে প্রথমবারের মতো গত ১৩ নভেম্বর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির (ইউ.ডি.সি.সি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন- ইউপি চেয়ারম্যান এ.এ.এম ইছাক চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম। সভা পরিচালনা করেন ইউপি সচিব আইনুল হক। সভায় ইউপি চেয়ারম্যান ইউ.ডি.সি.সি সম্পর্কে স্বাগত বক্তব্য দেন এবং সবাইকে ঐক্যমতের ভিত্তিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি আসিফ বিন ইকরাম তার বক্তব্যে ইউ.ডি.সি.সি এবং আইন শৃঙ্খলাসহ সার্বিক দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি স'ানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ অবকাঠামোকে শক্ত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যমত্যের ভিত্তিতে সমন্বয় রেখে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপসি'ত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, ডাসকো বাংলাদেশ প্রতিনিধি দুরুদ ইসলাম, উপ-সহকারী মোসাদ্দেকুল ইসলাম ও ইউপি’র সকল সদস্য। এ ছাড়াও সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এন.জি.ও প্রতিনিধি, জলসুখা নবজাগরণ ক্লাবের সভাপতি শেখ মোশাহিদ, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহ সভাপতি তোফাজ্জুল হোসেন তুহিন, ইউপি উদ্যোক্তা মোঃ আবিদ উল্লা উপসি'ত ছিলেন।
No comments:
Post a Comment