Thursday, November 1, 2012

আজমিরীগঞ্জে দুঃস'াদের মাঝে পূজা কমিটির শাড়ী বিতরণ

সহ্জীব রায় চক্রর্বতী
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জের নগর গ্রামে সার্বজনীন দূর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে ৪৩জন অসহায় ও দুঃস' মহিলার মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। ওই গ্রামের নির্মলেন্দু হোম রায়ের বাড়ীতে মহানবমী পূজা উপলক্ষে শাড়ী বিতরণ করেন কমিটির সভাপতি চন্দন দে রায়। এ সময় উপসি'ত ছিলেন নগেন্দ্র সুত্র ধর, আশুতোষ হোম রায়, শচীন্দ্র পাল, নেপাল মোদক, রাহাল শুক্ল বৈদ্য, মনোরঞ্জন শুক্ল বৈদ্য, জান্টু চৌধুরী, সত্য সুত্রধর, রাখেশ সুত্রধর, শংকর দেব, গোপেশ শীল ও গনোত্তম দেব। শেষে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় ৩:০০ ১নভম্বর ২০১২
সম্পাদনা শিহাব আল মাহমুদ

No comments:

Post a Comment