আবু হেনা, আজমিরীগঞ্জ ॥
হবিগঞ্জ জেলার সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন উপজেলার নাম আজমিরীগঞ্জ। শিক্ষার দিক দিয়ে এগিয়ে থাকলেও যোগাযোগ ও স্বাস'্য সেবা থেকে পিছিয়ে আছে ওই উপজেলা। এই উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার জনসংখ্যার স্বাস'্য সেবা নিশ্চিত ও গুরত্বপূর্ণ রোগীদের জেলা সদরে দ্রুত পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রায় ৩ বছর পূর্বে ১২ লাখ টাকা মূল্যের একটি নৌ-এম্বুলেন্স ওই উপজেলার স্বাস'্য কমপ্লেক্সকে প্রদান করা হলেও রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে নৌ-এম্বুলেন্সটি অযত্ন অবহেলায় পড়ে আছে। এসব দেখার জন্য যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব থাকলেও কর্তৃপক্ষ অবহেলিত উপজেলা মনে করে গুরুত্ব দিচ্ছে না। এম্বুলেন্সটি উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে প্রদানের পর থেকে কর্তৃপক্ষের গাফিলতির কারণে বর্ষা মৌসুমে পানির নিচে ডোবানো ও শুকনা মৌসুমে ডাঙ্গায় পড়ে থাকতে দেখা যায়।
No comments:
Post a Comment