Friday, November 16, 2012

আজমিরীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে পানি সঙ্কট রোগীসহ কোয়ার্টার বাসিন্দাদের দুর্ভোগ----আজমিরীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে পানি সঙ্কট রোগীসহ কোয়ার্টার বাসিন্দাদের দুর্ভোগ

সঞ্জীব রায় চক্রর্বতী
আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সের কোয়ার্টারের বাসিন্দাসহ রোগীরা পানি সংকটে ভূগছেন। পানি সাপ্লাইয়ের মোটর বিকল হয়ে পড়ায় স্বাস'্য কমপ্লেক্সের রোগী এবং কোয়ার্টারে বসবাসরত ডাক্তার, নার্স ও আয়াসহ কর্মচারীরা এ সংকটে পড়েছেন। গত ১০ দিন ধরে পানি সমস্যা বিরাজ করলেও অদ্যাবদি কার্যকর কোন ব্যবস'া নেয়া হচ্ছে না। এতে টয়লেটগুলোর উৎকট দুর্গন্ধে স্বাস'্য কমপ্লেক্সের পরিবেশ হুমকরি মুখে পড়েছে। রোগী ও কোয়ার্টারের বাসিন্দারা সাপ্লাইয়ের পানি না পেয়ে পুকুরের পানি দিয়ে দৈনন্দিন কাজ করেছেন। জানা গেছে, স্বাস'্য কমপ্লেক্সের ৬টি কোয়ার্টারে ১৫টি পরিবার বসবাস করছে।

No comments:

Post a Comment