স্টাফ রিপোর্টার ॥
আজমিরীগঞ্জে ভালবেসে বিয়ে করে অন্তঃস্বত্তা স্ত্রীকে জোরপূর্বক ঔষধ খাইয়ে দিয়ে ৫ মাসের সন্তান নষ্ট করে ফেলেছে পাষন্ড স্বামী। সন্তান প্রসবের পর স্ত্রী এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কায়স্তপাড়া পশ্চিমবাগ গ্রামের মকসুদ আলীর পুত্র মোস্তাকিন আহমেদ একই গ্রামের কটু মিয়ার ঘরে আসা যাওয়ার সুবাদে তার কন্যা তাছমিনা আক্তারের সাথে প্রায় ৩ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কটি পরিবারের লোকজন জানতে পেরে তাছমিনাকে তার ভাইয়ের নিকট কুমিল্লায় পাঠিয়ে দেয়। কিন্তু মোস্তাকিন বিভিন্ন ভাবে তাছমিনাকে ফুসলিয়ে নিয়ে গত ১৬ ফেব্র“য়ারি কুমিল্লা জজকোর্টে এফিডেফিটের মাধ্যমে ৩ লাখ ১ টাকা কাবিনের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে বসবাস করে আসছে। এক পর্যায়ে স্ত্রী তাছমিনা আক্তার অন্তঃস্বত্তা হয়ে পড়ে। তাছমিনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাগিদ দিলে মোস্তাকিম আজ নয় কাল বলে সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে মোস্তাকিন বিয়ের কথা অস্বীকার করে। এদিকে সম্প্রতি মোস্তাকিন তার স্ত্রী তাছমিনাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে জোরপূর্বক ঔষধ সেবন করিয়ে গর্ভের সন্তানকে নষ্ট করে দেয়। গতকাল সন্ধ্যায় তাছমিনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে তার গর্ভে ৫ মাসের একটি মৃত সন্তান জন্ম হয়। এ ঘটনার পর থেকে প্রতারক স্বামী আত্মগোপন করে রয়েছে।
No comments:
Post a Comment