আজমিরীগঞ্জ :-
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে ধানি জমির আইল বেধে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টায় ডেমিকান্দি গ্রামের মৃত কোরবান উল্লাহর ছেলে কাবিল মিয়া (৪০) ছিলারাগ বিলের পাশে নিজের ধানি জমিতে আইল বেধে মাছ ধরতে যান। এ সময় একই ইউনিয়নের রসুলপুর গ্রামের ছিদ্দিকুর মিয়ার ছেলে উক্ত বিলের পাহারাদার রফিক মিয়া তাকে বাধা দেন। এনিয়ে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস-াধসি- হয়। পরে রফিক মিয়া বাড়ি ফিরে তার দলবল নিয়ে কাবিল মিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে কাবিল মিয়া গুরুতর আহত হয়। গুরতর আহতবস'ায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, কাবিল মিয়ার আহত হওয়ার খবর পেয়ে তার স্বজনরা উত্তেজিত হয়ে সকাল ১০টায় রসুলপুর গ্রামের পথচারী কাশেম মিয়া (৪৫), সামছুদ্দিন (৩৫), হাকি মিয়া (৩৫) ও খুর্শেদ মিয়া (৪০) কে রাস-ায় আটকিয়ে মারধোর করে বলে জানা যায়। এনিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বিলের ইজারাদার জাপা নেতা কাপ্তান সারোয়ার দীর্ঘদিন ধরে উক্ত বিল ভোগ করে আসছেন।
No comments:
Post a Comment