Friday, November 9, 2012

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী আটক

আমাদের আজমিরীগঞ্জ২৪ ডটকম

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ফাইনাল বর্ষের ছাত্র, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র শামসুদ্দোহা (২১) ও সিভিল ৩য় বর্ষের ছাত্র, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মোকসেদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (২০)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধুলিয়াখাল আদিল ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে কিছু ধর্মীয় বই জব্দ করে পুলিশ।
অপরদিকে আটককৃত ছাত্র শামসুদ্দোহা জানায়, সে আদিল ছাত্রবাসের ম্যানেজার। গতকাল সন্ধ্যায় হঠাৎ ছাত্রলীগ কর্মী রাকিবের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদেরকে ছাত্রাবাস ছেড়ে দিতে বলে। এ সময় তারা ছাত্রাবাস ছাড়তে অস্বীকৃতি জানালে তাদেরকে একটি কক্ষে আটক রেখে মারধোর করে। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
ছাত্রলীগ কর্মীদের দাবি আটককৃতরা ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা সাধারণ ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে ছাত্রশিবিরে যোগদান করানোর চেষ্টা করছে।

No comments:

Post a Comment