ছবি ॥ বিলাল ( ২৫)
|
জীবন আহমেদ লিটন, বানিয়াচং ( হবিগঞ্জ ) থেকে ॥
বানিয়াচং ৪ নং ইউনিয়নের শরীফখানী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরুধের জের ধরে এক নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে এক মাটি কাটার মহিলা শ্রমিক, এক বৃদ্ধা মহিলা ও এক নিরীহ যুবতীসহ একই পরিবারের ৫ জনকে গুরুতর আহত করেছে প্রভাবশালী প্রতিপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও আহতসূত্রে জানা যায়, বানিয়াচং শরীফখানী গ্রামের ইয়াদ উল্লার পুত্র আহাম্মদ আলী (৪৫) গংদের সাথে একই গ্রামের মৃত খালেদ মিয়ার পুত্র জলফু মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরুধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় ঐ মহল্লার আহাম্মদ আলী, আহামম্দ আলীর পুত্র আলিমুল (১৯) আসফ মিয়ার পুত্র আলকাছ (২৮), মুলকুছ ( ২৫) , মুক্তাদির (২২) সহ আরও ১০ থেকে ১২ জন মিলে জলফু মিয়ার বসত ঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় মাটি কাটার মহিলা শ্রমিক ছাবিকুননাহার (২৭), ফুলরাজ বিবি (৫৫), ছাইমা বেগম ( ১৯), জলফু মিয়া (৩০), বিলাল মিয়া (২৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদেরকে এলাকাবাসী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে ভর্তি করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুাতি চলছিল ।
বাংলাদেশ সময় 3:00AM 2নভম্বর 2012
সম্পাদনা শিহাব আল মাহমুদ
প্রত্যক্ষদর্শী ও আহতসূত্রে জানা যায়, বানিয়াচং শরীফখানী গ্রামের ইয়াদ উল্লার পুত্র আহাম্মদ আলী (৪৫) গংদের সাথে একই গ্রামের মৃত খালেদ মিয়ার পুত্র জলফু মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরুধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় ঐ মহল্লার আহাম্মদ আলী, আহামম্দ আলীর পুত্র আলিমুল (১৯) আসফ মিয়ার পুত্র আলকাছ (২৮), মুলকুছ ( ২৫) , মুক্তাদির (২২) সহ আরও ১০ থেকে ১২ জন মিলে জলফু মিয়ার বসত ঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় মাটি কাটার মহিলা শ্রমিক ছাবিকুননাহার (২৭), ফুলরাজ বিবি (৫৫), ছাইমা বেগম ( ১৯), জলফু মিয়া (৩০), বিলাল মিয়া (২৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদেরকে এলাকাবাসী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কম্লেক্সে ভর্তি করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুাতি চলছিল ।
বাংলাদেশ সময় 3:00AM 2নভম্বর 2012
সম্পাদনা শিহাব আল মাহমুদ
No comments:
Post a Comment