স্টাফ রিপোর্টার ॥
আমাদের আজমিরীগঞ্জ২৪ ডটকম
আজমিরীগঞ্জ পৌর এলাকার আদর্শ নগর গ্রামবাসীর যাতায়াতের রাস-া ও মন্দির তৈরীর জন্য দখলকৃত সরকারী খাস ভূমি জোর করে দখল করে নেন ছাত্রলীগ নেতারা। গ্রামবাসী আওয়ামীলীগ নেতাদের নিকট বিচার প্রার্থী হলে ওই খাস ভূমির মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে ছাত্রলীগ নেতাদেরকে টাকা দেয়ার জন্য রায় দেন। জানা যায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আন্দাইর গ্রামের রঞ্জিন দাসসহ ৩২টি পরিবার ৩ বছর পূর্বে আজমিরীগঞ্জ পৌর এলাকার বিশ্ব গোডাউন সংলগ্ন জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে আদর্শ নগর গ্রাম নামকরণ করে বসবাস শুরু করেন। ওই গ্রামে যাতায়াতের কোন রাস-াঘাট না থাকায় তাদের গ্রামের সামনে কিছু সরকারী খাস ভূমি দখল করে মাটি ভরাট করে রাস-া ও মন্দিরের জন্য নির্ধারণ করেন। ওই ভূমির উপর নজর পড়ে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি টিটন মাহমুদ, মজনু মিয়া, রাফু রায়, যুবলীগ নেতা সজিবসহ ১৫ থেকে ২০ জনের একটি চক্রের। তারা জোর করে ওই জায়গাটির উপর কিছু মাটি ফেলে তাদের দখলে নেন। নিরুপায় হয়ে বিচারের আশায় আদর্শ নগরের গ্রামবাসী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতর আলীর নিকট বিচার প্রার্থী হলে তিনিসহ মিরাশ আলী, জাহাঙ্গীর মিয়া, বাবলু রায়, ব্যবসায়ী বিকাশ মোদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপসি'তিতে বিচার বৈঠক বসে। বিচারে খাস ভূমির মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে ছাত্রলীগ নেতাদেরকে ওই টাকা দেয়ার জন্য আদর্শনগর গ্রামবাসীকে নির্দেশ দেন। প্রায় ৩ মাস পূর্বে দুই দফায় ৯৫ হাজার টাকা ব্যবসায়ী বিকাশ মোদকের নিকট জমা দেন। তার কয়েক দিন পর শহীদনগর গ্রামের বুলবুল মিয়া ওই ভূমিটির মালিকানা দাবী করে কোর্টে মামলা দায়ের করেন। এ দিকে বাকী টাকা পরিশোধ করার জন্য গ্রামবাসীকে চাপ প্রয়োগ করেন ছাত্রলীগ নেতাগণ। বাকী টাকা না পেয়ে গত ১৫ অক্টোবর ছাত্রলীগ নেতা রাফু রায়ের নেতৃত্বে ওই ভূমির উপর ঘর নির্মাণ করা হয়। তার পরদিন গ্রামবাসী ওই ঘরটি ভেঙ্গে ফেলে। গ্রামবাসী বাজারে আসার পথে ভূইয়া মাকের্টের নিচে আসা মাত্রই ছাত্রলীগ নেতাদের রোষানলে পড়েন। তাদেরকে দেখে নেয়ার হুমকীসহ অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এ ব্যাপারে আজ বুধবার সন্ধ্যায় সালিশ বসার কথা রয়েছে। ওই গ্রামের লোকজনের সঙ্গে আলাপকালে নাম না প্রকাশ করার শর্তে তারা বলেন, “আমরা নিরীহ মানুষগণ অন্য উপজেলা থেকে বাবা-মা আর ছেলে মেয়েদেরকে নিয়ে শানি-তে বসবাস করার জন্য এসেছি। কিন' ছাত্রলীগ নেতাদের এমন আচরণের জন্য আওয়ামীলীগ নেতাদের নিকট বিচার প্রার্থী হয়েও কোন লাভ হয়নি। উল্টো ৩ লাখ ২০ হাজার টাকা দেয়ার জন্য রায় হয়।
barses chattro lige
ReplyDelete