বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জেলা কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স' টিটু স্বাক্ষরিত এক পত্রে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন। আগামী ৯০ দিনের প্রতিটি ইউনিয়ন কমিটির সম্মেলন সমাপ্ত করে উপজেলা সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে। আব্দুল কদ্দুছ সেনকে আহ্বায়ক, তোফায়েল আহমেদ ভূইয়া, মাহমুদুল হাসান রুবেল, বাবলু রায় ও গাজির রহমানকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যকরী সদস্যরা হলেন মোঃ কামাল হোসেন, মোঃ শামীম মিয়া, জহিরুল ইসলাম সেন্টু, মোঃ আল আমিন, রজত রায়, শিহাব উদ্দিন, বিশ্বজিত দাশ, মোহন মিয়া, তজিমুল মিয়া, রিপন কুমার গোপ, মুক্তার হোসেন, আব্দুর রহমান, তাপস খান, ইফতেখারুল আলম তারেক, মোশাররফ হোসেন মজনু, মোঃ ওবায়ের মিয়া, প্রসেনজিৎ রায়, সঞ্জিত পুরকায়স', কবির হোসেন, জয়দেব দাশ, শ্যামল মিয়া, আছকির মিয়া, শেবলু মিয়া, শাবাজ মিয়া, ফিরোজ আলম, বিলাল মিয়া, ইমরান হোসেন, পলাশ খান, কিবরিয়া চৌধুরী, সোহাগ চৌধুরী, সাবিবর মিয়া, ইয়াওর মিয়া, আজিজুর রহমান নিকসন, মাহবুবুল আলম মাক্কু, মমিনুর রহমান সজিব ও মোঃ নাহিদুল হাসান চৌধুরী সোহাগ। খবর বিজ্ঞপ্তির
No comments:
Post a Comment