মাধবপুর থেকে মোহাম্মদ মহিউদ্দিন
হবিগঞ্জ জেলার মাধবপুর ও শায়েস্তগঞ্জের কলিমনগর স্থানে দুইদিনের ব্যবধানে ট্রাক ও অটোরিক্সায় সংঘর্ষে নিহত ৩ ও আহত ১। জানা যায়, গতকাল রোববার সকালে সিএনজি অটোরিক্সা উল্টে শামীম আহমেদ হাওলাদার (২৮) নামে অপসো স্যালাইন ঔষধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শামীম ঝালকাঠি সদরের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জে কর্মরত ছিলেন। গত শনিবার মাধবপুর উপজেলায় কোম্পানীর কাজ শেষে রাতে সিএনজি অটোরিক্সাযোগে জেলা শহরে ফিরছিলেন। রাত ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌঁছুলে হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লেগে অটোরিক্সাটি উল্টে যায়। এতে শামীম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন মাহিন্দ্র ট্রাক্টর কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মহসিন আলী (৪০)। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অটোরিক্সার চালক পলাতক রয়েছে।
এদিকে, গত শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে গত শনিবার দুপুরে পাথর বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সা চালক সহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের আসকর আলীর ছেলে অটোরিক্সা চালক ইলিয়াস আলী (২৭) ও একই উপজেলার মনতলা পানিহাতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র দেবের ছেলে প্রবাসী সজল দেব (৩০)। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সিএনজি থেকে মৃত দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুুুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক (চট্ট.মেট্রো-ট-১১-২৪০৩) উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ট্রাক ও সিএনজি পাশ্ববর্তী খাদে পড়ে গেলে সিএনজি চালক ও আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সিএনজিতে আটকা পড়া মৃত দেহ উদ্ধার করে।
No comments:
Post a Comment