Wednesday, November 14, 2012

আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী উপজেলার বাহেরচরে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৩৫জন আহত রাবার ২ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ

জুনাইদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বাহেরচর গ্রামের দু’দলের সংঘর্ষে প্রায় ৩৫জন আহত হয়েছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ২ রাউন্ড ফাকা রাবার বুলেট গুলি ছুড়েন। জানা যায়, গতকাল দুপুর ২টায় মিঠামইন থানার এসআই শাহজাহান-এর নেতৃত্বে একদল পুলিশ একটি মামলার তদন্ত করতে আসেন। তখন মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রামের জাহির মিয়া ও হারিছ মিয়ার লোকদের মাঝে গোসল ঘাটে গোসল করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় দলের লোকজনেরা দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। সূত্রমতে জানা যায়, এ সংঘর্ষ প্রায় ৪ ঘন্টা যাবত চলছিল। এ সময় উপস্থিত থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ২ রাউন্ড ফাকা গুলি ছুড়েন। সংঘর্ষে যারা আহত হয়, আওয়াল মিয়া (৩৫), ফয়জুর রহমান (৩০), মাশুক মিয়া (২০), কামাল মিয়া (৩০), সাদ্দাম মিয়া (২০), রফিকুল (২০), শাহিন (১৮), ফজলু মিয়া (৩০), একরাম হোসেন (৩৫), এলাছ মিয়া (৬০), শহিদ মিয়া (৩৫), হারিছ মিয়া (২৮), হেলাল মিয়া (৪০), সাদেক মিয়া (২৫), উসমান মিয়া (৩৫), ধন মিয়া (৪০), নাজমা বেগম (২৫), ফুলজিয়ার বেগম (৩৫), শাহেদা বেগম (৩৫) ও করমচাঁন বিবি (৪২) আরও নাম না জানা অনেকেই। তবে গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment