Wednesday, November 28, 2012

স্কুল ছাত্রীকে মারধোর করার অভিযোগ কাকাইলছেওয়ে বখাটে যুবককে ৩০ হাজার টাকা জরিমানা, কান ধরে উঠবস

মোঃ কুহিন

আজমিরীগঞ্জের কাকাইলছেও হাজী আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মারধোর করায় ইলিয়াছ নামে এক বখাটেকে ৩০ হাজার টাকা জরিমানা কান ধরে উঠবস করানো হয়েছে। গতকাল বুধবার কাকাইলছেও বাজারে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে ইলিয়াছকে শাসি- দেওয়া হয়। জানা যায়, ওই উপজেলার নজরাকান্দা গ্রামের আলতাফ মিয়ার কন্যা কাকাইলছেও আব্দুল হেকিম ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তারকে (১৪) একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে এক সন-ানের জনক ইলিয়াছ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইলিয়াছ তার মোবাইল ফোন দিয়ে কল্পনার ছবি তুলে। সময় কল্পনা এর প্রতিবাদ করলে ইলিয়াছ ক্ষিপ্ত হয়ে কল্পনাকে বেধড়ক মারধোর করে। গুরুতর আহত অবস'ায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরইপ্রেক্ষিতে গতকাল শনিবার কাকাইলছেও বাজারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক ভূইয়ার সভাপতিত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্ব সম্মতিক্রমে কল্পনাকে মারধোর করার অপরাধে ইলিয়াছকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা, স্কুল ছাত্রীর বাবা-মায়ের পা ধরে ক্ষমা চাওয়া কানধরে উঠবস করানো হয়।

No comments:

Post a Comment