Friday, November 9, 2012

আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ে টিএন্ডটি ভবন থেকে পড়ে শিশু আহত

জুনাইদ আলহাবিব আজমিরীগঞ্জ ॥
 আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে টি এন্ড টি ভবনের ছাদ থেকে পড়ে এক রিয়ন () নামে এক শিশু আহত হয়েছে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টায় কাকাইলছেও গ্রামের চরহাটি ডাইড এলাকার জানু মিয়ার মেয়ে রিয়ন ডাইক সংলগ্ন একটি সরকারি টিএন্ডটি ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে ছাদ থেকে ছিঁটকে পড়ে গেলে সে গুরুতর আহত হয়।

No comments:

Post a Comment