Thursday, November 29, 2012

সঞ্জীব রায় চক্রবর্তী
আজমিরীগঞ্জে এক প্রাইমারী ছাত্রকে অপহরণ করে হাওরে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। সামায়ুন (৭) নামের ওই ছাত্রকে অপহরণের ৭ ঘন্টা পর স'ানীয় জনতা হাত-পা ভাঙ্গা অবস'ায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে। স'ানীয় সুত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে রাহেলা গ্রামে লাল মিয়া নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ মামলায় সাক্ষী করা হয় একই গ্রামের বাছির মিয়াকে। এতে আসামী পক্ষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। আসামী ও তাদের স্বজনরা বাছির মিয়াকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকী দিতে থাকে। এক পর্যায়ে গতকাল সকাল ৯টায় বাছির মিয়ার পুত্র প্রাইমারী ছাত্র সামায়ুনকে একই গ্রামের আক্কেল মিয়ার পুত্র শাহানুর (৩২), যতন মিয়া (২৫) ও জাহির (২০) কৌশলে অপহরণ করে নিয়ে যায়। দুুর্বৃত্তরা সামায়ুনকে গ্রামের অদুরে হাওরে একটি ধানের জমিতে নিয়ে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালায়। কিন' সামায়ুনকে খুঁজতে তার স্বজনরা তৎপর থাকায় দুর্বৃত্তরা তার একটি হাত ও একটি পা ভেঙ্গে দিয়ে জমিতে ফেলে তারা নিরাপদে পালিয়ে যায়। বিকাল ৪টায় স'ানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সামায়ুনকে আশংকাজনক অবস'ায় সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

No comments:

Post a Comment