Tuesday, November 27, 2012

আমাদের আজমিরীগঞ্জ২৪ডট কম
আজমিরীগঞ্জ পৌর এলাকার ৩টি জলাশয় থেকে এক সপ্তাহে দুই লক্ষাধিখ টাকার মাছ বিক্রি করেছে স'ানীয় প্রভাবশালী সিন্ডিকেট। উপজেলা ভূমি অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজসে সরকারী জলাসয় থেকে মাছ বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় চলছে। সুত্রে জানা গেছে, পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন একটি এবং গোডাউন এলাকায় আরও দুইটি সরকারী জলাশয় রয়েছে। এক সময় ওই ৩টি জলাশয় থেকে স'ানীয় বাসিন্দারা মাছ ধরতেন। কিন' কয়েক বছর পূর্বে রামকৃষ্ণ মিশন এলাকার জলাশয়টি জবর দখল করেন শ্রমিকদল নেতা আব্দুল খালেক ও বাঁশ ব্যবসায়ী মজনু মিয়া। গোডাউন সংলগ্ন জলাশয় দুটি দখলে নেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারুল ও সদস্য ধন মিয়া গ্রুপের লোকজন। এদিকে গত এক সপ্তাহে অবৈধ দখলদাররা ওই ৩টি জলাশয় থেকে দুই লক্ষাধিক টাকার মাছ বিক্রি করেছে। এর মধ্যে ছাত্রলীগ নেতাদ্বয়ের দখলীয় দুই জলাশয় থেকে ১ লাখ ৬২ হাজার টাকা ও শ্রমিকদল নেতার দখলীয় জলাশয় থেকে আরও কয়েক হাজার টাকার মাছ বিক্রি করা হয়। কিন' প্রকাশ্যে সরকারী জলাশয় থেকে মাছ বিক্রি করা হলেও স'ানীয় ভূমি অফিসের কর্মকর্তা ছিলেন নিরব। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment