Monday, November 19, 2012

বাহুবলে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বাহুবল প্রতিনিধি
হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দিগম্বর বাজার এলাকা থেকে সোমবার রাতে আমেরিকায় তৈরি একটি পিস্তলসহ ফুল মিয়া (৫৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

ফুল মিয়া বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মহাসড়কের দিগম্বর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মেসার্স সুমন স্টোরের সামনে থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তলসহ (৭ দশমিক ৬২ মিলিমিটার, টাইপ-৭৭, ৭ দশমিক ৫ ইঞ্চি লম্বা) তাকে আটক করা হয়।

আটক ফুল মিয়া দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার সঙ্গে জড়িত। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment