আবুল খায়ের মাহদী
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
আজমিরীগঞ্জের বছিরতে নদি খেয়া নৌকার সাথে মুন্না পরিবহন নাম একটি ট্রলারের সংঘর্ষ--অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৩০ জনের তরতাজা প্রাণ । সংঘর্ষের সময় অনেকেই খেয়ায়া নোকা থেকে লাফিয়ে পানিতে পরে সাতরিয়ে তীরে উঠে। খেয়া নৌকায় এসময় শিশূ-মহিলা-পূরুষসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল্। ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল ১১টায় আজমিরীগঞ্জের কাকাইলছেও ও আন্নদপুরের বছিরা নদীতে। জানা য়ায়.খেয়া নৌকাটি কাকাইলছেও তীর আনন্দপুরের তীর যাওয়ার সময় রুসুর পুর গ্রামী মুন্না পরিবহন নামক নৌকাটি খেয়া নৌকাটি ধাক্কা দিলে এই ঘটনাটি ঘটে।
আজমিরীগঞ্জের বছিরতে নদি খেয়া নৌকার সাথে মুন্না পরিবহন নাম একটি ট্রলারের সংঘর্ষ--অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৩০ জনের তরতাজা প্রাণ । সংঘর্ষের সময় অনেকেই খেয়ায়া নোকা থেকে লাফিয়ে পানিতে পরে সাতরিয়ে তীরে উঠে। খেয়া নৌকায় এসময় শিশূ-মহিলা-পূরুষসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল্। ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল ১১টায় আজমিরীগঞ্জের কাকাইলছেও ও আন্নদপুরের বছিরা নদীতে। জানা য়ায়.খেয়া নৌকাটি কাকাইলছেও তীর আনন্দপুরের তীর যাওয়ার সময় রুসুর পুর গ্রামী মুন্না পরিবহন নামক নৌকাটি খেয়া নৌকাটি ধাক্কা দিলে এই ঘটনাটি ঘটে।
No comments:
Post a Comment