Sunday, November 11, 2012

আজমিরীগঞ্জের বছিরা নদীতে খেয়া নৌকার সাথে মুন্না পরিবহন নাম একটি ট্রলারের সংঘর্ষ--অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৩০ জনের তরতাজা প্রাণ

আবুল খায়ের মাহদী
স্টাফ রিপোর্টার
আমাদের আজমিরীগঞ্জ নিউজ২৪ ডটকম
আজমিরীগঞ্জের বছিরতে নদি খেয়া নৌকার সাথে মুন্না পরিবহন নাম একটি ট্রলারের সংঘর্ষ--অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৩০ জনের তরতাজা প্রাণ । সংঘর্ষের সময় অনেকেই খেয়ায়া নোকা থেকে লাফিয়ে পানিতে পরে সাতরিয়ে তীরে উঠে। খেয়া নৌকায় এসময় শিশূ-মহিলা-পূরুষসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল্। ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল ১১টায় আজমিরীগঞ্জের কাকাইলছেও ও আন্নদপুরের বছিরা নদীতে। জানা য়ায়.খেয়া নৌকাটি কাকাইলছেও তীর আনন্দপুরের তীর যাওয়ার সময় রুসুর পুর গ্রামী মুন্না পরিবহন নামক নৌকাটি খেয়া নৌকাটি ধাক্কা দিলে এই ঘটনাটি ঘটে।

No comments:

Post a Comment