আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥
আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। ফলে সরকার ২ লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের নৌ-টার্মিনাল বাজারের মধ্যবর্তী নোয়াহাটি সংলগ্ন স'ানে জয়দেব দাস, জ্যোতি দাস, দীপেন্দ্র দাস ও শ্যামল দাস নামে কয়েকজন ব্যক্তি খাস ভূমি লিজ নেয়। তাদের পাশাপাশি বদলপুর ইউপি চেয়ারম্যান সুসেনজিতসহ আরও প্রায় ৬০ জন প্রভাবশালী ওই এলাকার ৩০ শতক খাস ভূমি ভরাটের জন্য কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। সরকারীভাবে প্রতি ঘনফুট ১ টাকা ৫০ পয়সা দরে বালু উত্তোলনের কথা থাকলেও প্রভাবশালী মহল কোন ধরণের রয়েলিটি ছাড়াই কুশিয়ারা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বদলপুর ইউপি চেয়ারম্যান সুসেনজিত চৌধুরী। ফলে সরকার প্রায় ২ লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
No comments:
Post a Comment